
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সিউড়ি সংলগ্ন কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে উৎসাহের সঙ্গে আজ ২৩ আগস্ট পালিত হলো “জাতীয় মহাকাশ দিবস”। বিদ্যালয়ের Smart Classroom এর বড়ো পর্দায় ছাত্র-ছাত্রীদের দেখানো হলো ইসরোর বিভিন্ন সফল অভিযান। বিদ্যালয়ের নবম, দশম ও একাদশ শ্রেণির অন্তত ৪২ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনিকান্ত সাহা, বিজ্ঞান শিক্ষক মহেন্দ্রনাথ পাল সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক পার্থসারথি ঘোষ ছাত্র-ছাত্রীদের কাছে CHANDRAYAN 1, 2, 3 এর ইতিহাস এবং গগনযান মিশনের কথা তুলে ধরেন। “ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর কর্মকাণ্ডের সাথে ছাত্র-ছাত্রীদের পরিচয় ঘটানোর লক্ষ্যে এবং মহাকাশের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন” বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনি কান্ত সাহা। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি ঘোষণা করেছেন প্রতি বছর ২৩ আগস্ট দেশে জুড়ে পালিত হবে ‘জাতীয় মহাকাশ দিবস’৷ চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে সফল অবতরণ উদযাপন করতেই এই দিনটি মহাকাশ দিবস হিসেবে দেশজুড়ে পালিত হচ্ছে ৷ চন্দ্রযানের সাফল্য তুলে ধরতে সারা বছরই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত ঠিক এক বছর আগে আগস্ট মাসের এমন এক ২৩ তারিখ ইতিহাস সৃষ্টি করেছিলেন ইসরোর বিজ্ঞানীরা ৷ ২০২৩ এর ২৩ আগস্ট, বুধবার ভারতীয় সময় সন্ধ্যা ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে ‘সফট ল্যান্ডিং’ করেছিল চন্দ্রযান -৩ ৷ কয়েক মিনিটের জন্য দেশবাসীর নজর আটকে গিয়েছিল সামনে থাকা স্ক্রিনে। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছেছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই বছর প্রথম ২৩ আগস্ট পালিত হচ্ছে “জাতীয় মহাকাশ দিবস”৷
