সেখ রিয়াজুদ্দিনঃ
লোকপুর থানার পুলিশ কুড়ি লিটার অবৈধ চোলাই মদ সহ স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামের কাজল বাউরি নামে এক ব্যক্তিকে আটক করে। জানা যায় যে,শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ লোকপুর পুরাতন থানার সামনে দিয়ে এক ব্যক্তি জ্যারিকেন নিয়ে হাঁটার সময় মোবাইল ভ্যানে ডিউটিরত পুলিশের সন্দেহ হওয়ার ফলে তাকে আটক করে এবং দেখতে পান যে জ্যারিকেন ভর্তি কুড়ি লিটার চোলাই মদ। যাহা স্থানীয় এলাকায় বিক্রি বা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জিজ্ঞাসা করে জানতে পারেন। উল্লেখ্য বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বীরভূমের লোকপুর, রাজনগর সহ অন্যান্য থানার বিভিন্ন গ্রামে গ্রামে অবৈধভাবে চোলাই মদের বিক্রি দৈনন্দিন বেড়ে চলেছে। সেরূপ ঘটনার কথা সামনে আসতেই লোকপুর থানার ওসি পার্থ কুমার ঘোষ অন্যান্য পুলিশ আধিকারিকদের দিয়ে চোলাই মদ বন্ধে তৎপর হয়ে উঠেন। সেই হিসেবে শুক্রবার রাতে মোবাইল ভ্যানে ডিউটিরত অবস্থায় লোকপুর থানার এএসআই সত্যেন্দ্রনাথ সাহার নজরে আসতেই তাকে কুড়ি লিটার অবৈধ চোলাই মদ সহ আটক করে থানায় নিয়ে আসে। শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে পাঠানো হয় বলে পুলিশ সূত্রে খবর। বিশেষ উল্লেখযোগ্য যে, দিন কয়েক আগে চল্লিশ লিটার চোলাই মদ, মোটরসাইকেল সহ এক ব্যাক্তিকে আটক করা হয়।