বিপিন পালঃ
বীরভূম জেলার খয়রাশোল থানার কৃষ্ণপুর গ্রামের পালপাড়ায় রয়েছে ষষ্ঠী মায়ের মন্দির। এই মন্দিরে ষষ্ঠী মাকে কতদিন আগে প্রতিষ্ঠা করা হয়েছিল এই মুহুর্তে কারো জানা নেই। বচনাবলী থেকে শোনা যায় কয়েকপুরুষ আগে থেকে ষষ্ঠী মাকে জামাইষষ্ঠীর দিনে কৃষ্ণপুর বড়জোড় গ্রামের ভক্তিমতী মায়েরা ভক্তিভরে মা ষষ্ঠীর পুজো দেন জামাই, মেয়ে এবং পরিবারের মঙ্গল কামনার্থে। বাংলা ১৪১৭ সাল থেকে কৃষ্ণপুর বড়জোড় গ্রামের হরেকৃষ্ণ সেবাশ্রমের তরফ থেকে ষষ্টি মাকে পুজো দিতে আসা সমস্ত মা এবং বাচ্চাদের সুমিষ্ট শরবত সেবা করানো হয়। অনুরুপভাবে আজকের দিনেও পুজো দিতে আসা সকল মায়েদের সুমিষ্ট শরবত সেবা করানো হল হরেকৃষ্ণ সেবাশ্রমের তরফ থেকে।