শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর মহকুমায়, বোলপুর ও শান্তিনিকেতন এলাকার বাসিন্দাদের সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ করতে আর ছুটতে হবে না জেলা সদর সিউড়িতে। শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল মোড় সংলগ্ন এলাকায় বীরভূম জেলা পুলিশের উদ্যোগে স্থাপন করা হলো “সাইবার অ্যাসিস্ট্যান্স সেল” ভবন। আজই তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উল্লেখ্য, এবার থেকে এখানেই সাইবার ক্রাইম নিয়ে মানুষ যথাশীঘ্র অভিযোগ জানাতে পারবেন। অতি তৎপরতার সঙ্গে সমস্যার সমাধান পাওয়া যাবে বলে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়। আজ ১১ সেপ্টেম্বর এক সাংবাদিক বৈঠকে এমন বার্তা জানিয়েছেন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায়। এছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল, শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকরা। বীরভূম জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন।