ট্রাকের ব্যাটারি চুরির চক্র পুলিশের জালে: বীরভূমের সদাইপুর থানার তৎপরতায় গ্রেপ্তার-৩

শম্ভুনাথ সেনঃ

রাত্রে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অথবা মালিকের বাড়ি সংলগ্ন এলাকায় থাকা ট্রাকের ব্যাটারি চুরির অভিযোগ আসছিল মাস খানেক ধরে। ব্যাটারি চুরির একটি সক্রিয় চক্র সারারাত ধরে এভাবে ট্রাক থেকে খুলে নিত ব্যাটারি। দুবরাজপুর থানার মেটেলা, কামালপুর,মঙ্গলপুর এমন সব গ্রাম থেকেও রাত্রে দাঁড়িয়ে থাকা ট্রাকের ব্যাটারি চুরি যাওয়ার অভিযোগ এনেছেন ট্রাক মালিকরা। উল্লেখ্য, ট্রাকের ক্যাপাসিটি অনুযায়ী প্রতিটি ট্রাকে একটি কিংবা দুটি ব্যাটারি লাগানো থাকে। প্রত্যেকটি ব্যাটারির দাম অন্তত ১২ থেকে ১৫ হাজার টাকা। ট্রাক মালিকরা এইভাবে তাদের ট্রাক থেকে ব্যাটারি চুরি যাওয়ার অভিযোগ আনেন দুবরাজপুর এবং সদাইপুর থানায়। এই ঘটনায় তৎপর হয় বীরভূম জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সদাইপুর থানার ওসি মিকাইল মিঞার তৎপরতায় অভিযান চালিয়ে ব্যাটারি চোরদের হদিশ মেলে। ব্যাটারি চুরিতে জড়িত ৩ ব্যাটারি চোরকে গতরাতে গ্রেপ্তার করে সদাইপুর থানার পুলিশ। তাদের মধ্যে সদাইপুর থানার ঝড়ে মহাম্মদপুর গ্রামের খন্দেকার নাজির(৩৬), রেঙ্গুনি গ্রামের মিলন মোল্লা(৪০) এবং ইলামবাজার থানার ঘুড়িষা এলাকার মুন্সি ইমতাজকে (৪২) ব্যাটারি সহ গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে উদ্ধার হয় চুরি যাওয়া ১২টি ট্রাকের ব্যাটারি। আজ ১১ সেপ্টেম্বর তাদের সিউড়ি জেলা আদালতে তোলা হয়।

ছবি ও ভিডিও: নিতাই চক্রবর্তী, সদাইপুর, বীরভূম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *