
উত্তম মণ্ডলঃ
একসময় এলাকায় প্রচুর বেলগাছ ছিল বলে গ্রামের নাম হয় “বেলেড়া।” এই গ্রামে রীতি মেনে মাটির মূর্তি গড়ে পুজো হয় মা দুর্গার। চারপাশের মানুষ ছুটে আসেন পুজো দেখতে। দেবী জাগ্রতা বলে খ্যাতি আছে ভক্তদের কাছে। তাই মানতের সম্ভারেই পূর্ণ হয়ে ওঠে পুজোর ভাঁড়ার। ছাপানো পুরোহিত দর্পণ” নয়, মা দুর্গার পুজো হয় পুঁথির মন্ত্রে। তুলোট কাগজে বাংলা হরফে সংস্কৃত ভাষায় লেখা পুজোর মন্ত্র। নিয়ম মেনে এই হাতে লেখা পুঁথির মন্ত্রেই পুজো হয় বেলেড়া গ্রামের প্রাচীন মা দুর্গার। জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ বেলেড়া গ্রাম। পালাক্রমে সেবাইতরা পুজো করে থাকেন মায়ের। পূজারী শরিকরা পুজোয় ব্যস্ত থাকেন। প্রতি বছর ওই হাতে লেখা পুঁথির মন্ত্রেই পুজো হয়ে আসছে বেলেড়া গ্রামের মা দুর্গার। আগে নবমীর দিন এখানে প্রচুর পশুবলি হতো। বর্তমানে কমিটির তরফে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে পশুবলি বন্ধ করা হয়েছে।
