মেহের সেখঃ
১৬ অক্টোবর বুধবার বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বইমেলার ৭৫তম আয়োজনের প্রথম দিনে সাহিত্য অকাদেমি দুটি সাহিত্যকেন্দ্রিক অনুষ্ঠানের আয়োজন করে এবং বিভিন্ন দেশের প্রকাশকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। প্রথম অনুষ্ঠানটি ছিল ভারতীয় সাহিত্যের ঐতিহ্য নিয়ে একটি প্যানেল ডিসকাশন। এটির সঞ্চালনা করেন সাহিত্য অকাদেমির সচিব ড. কে. শ্রীনিবাসরাও। ভারতীয় সাহিত্যের ঐতিহ্যের বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানের তিন বিশিষ্ট বক্তা অধ্যাপক বদ্রী নারায়ণ, অধ্যাপক ধনঞ্জয় সিং এবং শ্রী বিশ্বাস পাতিলের আলোচনায় যে-বিষয়গুলি উঠে আসে তাদের মধ্যে ছিল – ভারতীয় সাহিত্যের অদ্বিতীয় মাহাত্ম্য, ভারতীয় সংস্কৃতির অন্তর্নিহিত বৈচিত্র, ভারতীয় দেশজ জ্ঞানচর্চার ধারা, জ্ঞানচর্চার পরম্পরার বিকাশে মৌখিক সাহিত্য পরম্পরার ভূমিকা, ভারতের ধর্মীয় ও দার্শনিক সাহিত্য, অনুবাদ, ভারতীয় সাহিত্যের বর্তমান পরিস্থিতি ইত্যাদি। সাহিত্য অকাদেমি আয়োজিত দ্বিতীয় অনুষ্ঠানটিতে, বিশিষ্ট মারাঠি সাহিত্যিক ও পণ্ডিত শ্রী বিশ্বাস পাতিল তাঁর নিজের লেখালেখির পাশাপাশি ঐতিহাসিক গদ্য রচনা, গ্রামীণ ভারত, আন্না ভাউ সাঠে, ভারতের সাহিত্য পরম্পরা, দলিত সাহিত্য এবং বর্তমান মারাঠি সাহিত্য নিয়ে ড. কে. শ্রীনিবাসরাও-এর সাথে আলোচনায় প্রবৃত্ত হন। আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অক্টোবর ২০২৪-এ সাহিত্য অকাদেমি আরও একটি অনুষ্ঠানের আয়োজন করবে। “লেখকের মুখোমুখি” নামাঙ্কিত এই অনুষ্ঠানের কেন্দ্রে থাকবেন এলাহাবাদের জি. বি. পন্থ ইন্সটিটিউট অফ সোশ্যাল সাইন্সের অধ্যাপক বিশিষ্ট কবি অধ্যাপক বদ্রী নারায়ণ।