শম্ভুনাথ সেনঃ
বছর দুয়েক তিহারে জেলবন্দি থাকার পর সম্প্রতি বীরভূমের বোলপুর বাড়ি ফিরেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শরীর যদিও খারাপ তবুও বিজয়া সম্মিলনীর মধ্য দিয়ে আজ থেকে রাজনৈতিক ময়দানে নামলেন তিনি। বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের গরুর হাট মাঠে আজ ১৭ অক্টোবর থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু হল। উল্লেখ্য,২৪ শে সেপ্টেম্বর তিনি বোলপুরের বাড়িতে ফেরার পরই নিয়মিত দলীয় কার্যালয়ে বসছেন তিনি। আগেই ঘোষণা করেন লক্ষ্মীপূজার পরদিন ১৭ই অক্টোবর থেকে বিজয়া সম্মেলন শুরু করবেন। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। বীরভূম জেলা তৃণমূলের দলীয় উদ্যোগে আজই প্রথম মুরারইতে ছিল বিজয়া সম্মিলনী। এই সম্মেলনে যোগ দিয়ে আগামী ২০২৬ এর বিধানসভা নির্বাচনের বার্তা দিলেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে দলের সবাইকে একসঙ্গে লড়াই করার আহ্বান জানান। তাঁর বক্তব্য, “আমরা কেউ নেতা নই, নেতা একজনই – মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সবাই দলের কর্মী হয়ে লড়ব।” উল্লেখ্য, তবে আগের মতো অনুব্রত মণ্ডলের বক্তব্যে আর সে ঝাঁঝ নেই। এদিন তার গলায় শোনা যায় শান্তির বার্তা। মঞ্চেও যেমন বিশৃঙ্খলা চোখে পড়ে তেমনি মঞ্চের সামনের কর্মীরাও শৃঙ্খলা হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে অবশ্য তা সামলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী,স্থানীয় মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন, জেলা কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, জেলা পরিষদ সদস্য প্রদীপ ভকত, নুরজাহান বিবি, রাজ্য সংখ্যালঘু সম্পাদক আলী মুর্তজা খান প্রমুখ। উপস্থিত ছিলেন না জেলা সভাধিপতি ফায়জুল হক। যদিও সভামঞ্চ থেকেই তাঁর খবর নেন অনুব্রত মণ্ডল।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম