
শম্ভুনাথ সেনঃ
আর কিছু দিন পর উঠবে আমন ধান। অজ্ঞতার কারণে এখনো অনেক জায়গায় ধানের অবশিষ্টাংশ পোড়ানো হয়৷ যা পরিবেশের জন্য ক্ষতিকর। কৃষকদের এ নিয়ে বার বার সচেতন করা হলেও ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে কৃষকরা নিজের ক্ষতি নিজেই ডেকে নিয়ে আসে। বেশ কয়েক বছর থেকে শিক্ষা নিয়ে এবার আগে ভাগেই সর্তক হয়েছে বীরভূম জেলা কৃষি আধিকারিকরা। সরকারি নির্দেশ অনুযায়ী, কোনভাবেই ধানের অবশিষ্টাংশ বা ন্যাড়া পোড়ানো যাবে না। তাই এবার আমন ধান ওঠার আগেই বীরভূমের মুরারইতে ব্লক কৃষি দপ্তরের পক্ষ থেকে কৃষকদের ন্যাড়া পোড়ানো থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করতে ৬ নভেম্বর মুরারই ১ নম্বর ব্লকের কৃষি দপ্তর থেকে ন্যাড়া পোড়ানোর প্রতিবাদ দিবস পালন করা হয়। মুরারই পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আফতাব উদ্দিন আহমেদ, ব্লকের কৃষি আধিকারিক সহ এক নম্বর ব্লকে বিশিষ্ট চাষী ভাইরা। চাষীদেরকে সতর্ক করে বোঝানো হয় চাষীরা যাতে ফসলের অবশিষ্টাংশ না পোড়ায়। সেই সঙ্গে ধানের এই অবশিষ্ট অংশ মেশিনের সাহায্যে মাটির সাথে মিশিয়ে দেয় সেই বার্তাও দেয়া হয়। তাতে চাষের জমি উর্বর হবে।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম