
শম্ভুনাথ সেনঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিনয় ভবন এবং কণিকা বন্দ্যোপাধ্যায় মেমোরিয়াল ট্রাস্টের যৌথ উদ্যোগে ১০ নভেম্বর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় “কণিকা যাপন” অনুষ্ঠান! “কণিকা বন্দ্যোপাধ্যায়:শতবর্ষ পরে” অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন শান্তিনিকেতন শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার প্রিয় ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ থেকে হাজির হয়েছিলেন প্রবাদ প্রতীম রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়,
সৌমিত্র মিত্রের এর মত শিল্পীরা। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিনয় সোরেন বলেন মোহড়দির জন্মশতবর্ষে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। এদিন সন্ধ্যায় লিপিকা প্রেক্ষাগৃহে বসেছিল এক গুরুগম্ভীর অনুষ্ঠান।

বিশ্বভারতী উপাচার্য অধ্যাপক বিনয় সোরেনের হাত ছুঁয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ছিলেন কনিকা মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক প্রিয়ম মুখোপাধ্যায় এবং বিনয়ভবনের প্রিন্সিপাল অধ্যাপক সমীরন মণ্ডল। গানে কথায় জন্ম শতবর্ষে প্রবাদপ্রতিম শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখ্য, রবীন্দ্রনাথের গান আমাদের গভীরতম আনন্দের ও নিবিড়তম বেদনার সঙ্গী যাদের অসামান্য কণ্ঠমাধুর্যে রবিঠাকুরের গান ক্রমশ হয়ে উঠেছে রবীন্দ্র সংগীত, তাদের মধ্যে অন্যতম আশ্রমকন্যা কণিকা বন্দ্যোপাধ্যায়। শুধু গান পরিবেশন করতেন না নিবেদন করতেন তিনি। এদিন কথায় গানে নানা স্মৃতিচারণ করেন কণিকা প্রেমিরা।
