শম্ভুনাথ সেনঃ
আসন্ন ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে বিজেপি সদস্যতা অভিযান শুরু করেছে। গত ২৭ অক্টোবর রাজধানী কলকাতায় এই সদস্যতা অভিযানের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শা। এখন জেলায় জেলায় শুরু হয়েছে দলের সদস্য সংগ্রহের কাজ। বীরভূমের দুটি সাংগঠনিক জেলা “বীরভূম” ও “বোলপুর” সেখানেও মণ্ডল এবং বুথ স্তরে বিজেপির নেতৃত্ব কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। মোবাইল ফোনে পুরোপুরি ডিজিটালাইজ ভাবে এই সদস্য সংগ্রহ অভিযানে গ্রামে গ্রামে ঘুরছেন বিজেপির সাংগঠনিক নেতৃত্ব। ইচ্ছুক ব্যক্তির নাম, বয়স, বিধানসভা ক্ষেত্রের নাম, পোস্টেল পিন কোড ইত্যাদি তথ্য নিয়ে ফরম পূরণ হচ্ছে। কলেজ পড়ুয়া, মহিলা স্বনির্ভর গোষ্ঠী, গ্রামের ছোটখাটো দোকানী ব্যবসায়ী, খেলোয়াড় বা ক্লাব সদস্য, অটো ড্রাইভার থেকে হকার, শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক ক্ষেত্রের মানুষজন, বিভিন্ন ক্ষেত্রের পেশাদার এমনকি বস্তি এলাকায় পৌঁছে যাচ্ছে বিজেপির কর্মকর্তারা। প্রতিটি এলাকার জন্য একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য স্তরের নেতা থেকে বিভিন্ন নির্বাচনে লড়াই করা বিজেপির প্রার্থীরাও রয়েছেন এই সদস্য সংগ্রহ অভিযানে। বীরভূম সাংগঠনিক জেলায় ৩৯ টি মণ্ডলে এ পর্যন্ত ৩০ হাজার সদস্য সংগ্রহ হয়েছে বলে জানিয়েছেন বিজেপির জেলা সম্পাদক টুটুন নন্দী। সিউড়ী বিধানসভার মণ্ডল ১, দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলে আজ ১৯ নভেম্বর সদস্য সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। সেই ছবি ধরা পড়েছে নয়াপ্রজন্মের ওয়েবসাইটের পাতায়।