সেখ রিয়াজুদ্দিনঃ
রাজ্য সরকারের উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয় জয় জোহার মেলা। বুধবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং বৃহস্পতিবার তার পরিসমাপ্তি ঘটে। রাজ্যের অন্যান্য জেলার ন্যায় বীরভূমের আদিবাসী অধ্যুষিত আটটি ব্লকে জয় জোহার মেলা অনুষ্ঠিত হয়। জেলায় মূল অনুষ্ঠানটি হয় মহম্মদবাজার ব্লকের প্যাটেলনগরে। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নীতু শুক্লা, মহম্মদ বাজার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিষেক মিশ্র প্রমুখ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মেলার মঞ্চ থেকেই আদিবাসীদের জাতিশংসাপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা, কৃষি যন্ত্রপাতি, কৃষি বীজ, খেলার সামগ্রী ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ করে যেসব আদিবাসীদের নিজের নামে পর্চা নেই, তাদের জয় জোহার মেলার স্টল থেকেই পর্চার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আদিবাসীরা যেন কৃষক বন্ধু প্রকল্প থেকে বঞ্চিত না হয়। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আদিবাসী উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই মেলার আয়োজন। জেলার অন্যান্য ব্লক এলাকার ন্যায় রাজনগরের ডাকবাংলোয় ‘জয় জোহার’ মেলা অনুষ্ঠিত হয়। সেখানে রাজ্য সরকারের তরফে আদিবাসীদের উন্নয়নের জন্য যেসব পরিষেবা দেওয়া দরকার, সে সমস্ত বিষয়ের উপর মূলতঃ স্টল খোলা হয়। সেখান থেকেই আদিবাসীদের নানাবিধ পরিষেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে অন্যান্য পরিষেবা প্রদানের পাশাপাশি কৃষি দপ্তরের স্টল থেকেও বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করার চিত্র দেখা যায়। কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ড, কৃষি যন্ত্রপাতি, কৃষি বীজ বিতরণ সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। সমস্ত আদিবাসীরা যাতে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের সুবিধা ভোগ করতে পারেন, সেজন্য তাদের নিজের নামে পর্চা তৈরি করে দেওয়ারও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজনগরে অনুষ্ঠিত জয় জোহার মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায়চৌধুরী, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।