
শম্ভুনাথ সেনঃ
সারা দেশের সাথে বীরভূমের সিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠে “সিউড়ি ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি এর উদ্যোগে ২৪ নভেম্বর NCC এর ৭৬ তম প্রতিষ্ঠা দিবস সাড়ম্বরে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন সিউড়ি বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ড.তপন কুমার পরীচ্ছা, সুবেদার মেজর রামপাল, ফিফটিন বেঙ্গলের সিনিয়র মেজর ড. রিন্টু কুমার বিশ্বাস সহ ব্যাটেলিয়ানের অন্যান্য আধিকারিকরা। এই দিবস উদযাপনের উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যাবলী ও তাৎপর্য ব্যাখ্যা করেন ১৫ বেঙ্গল ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার কর্ণেল অনিরুদ্ধ ওয়ালে। এদিন জেলার সিউড়ি বেণীমাধব ইনস্টিটিউশন, পুরন্দরপুর হাইস্কুল সহ এমন ১৪ টি বিদ্যালয় এবং হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, সিউড়ি বিদ্যাসাগর কলেজ সহ এমন ৬টি কলেজের অন্তত ৪০০ জন পড়ুয়া এই প্রতিষ্ঠা দিবস উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নৃত্য,গান,অঙ্কন, কুইজ,দেশার্থবোধক কবিতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এনসিসি ক্যাডেটরা। সবশেষে প্রতিযোগীদের হাতে হাতে তুলে দেওয়া হয় (মেডেল) পুরস্কার। এদিনের অন্যতম আকর্ষণ ছিল অস্ত্র প্রদর্শন অনুষ্ঠান।
