বীরভূমের কড়িধ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনে পালিত হলো “সংবিধান দিবস”

শম্ভুনাথ সেনঃ

২৬ নভেম্বর দিনটি “সংবিধান দিবস” রূপে চিহ্নিত। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হলেও তা কার্যকর হয়েছিল ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর। সারাদেশের সাথে বীরভূমের সিউড়ি ১ নং ব্লকের কড়িধ্যা যদু রায় হাইস্কুলে সংবিধান গ্রহনের ৭৫ বছর পূর্তিতে আজ সাড়ম্বরে উদযাপিত হয় “সংবিধান দিবস”। বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির অন্তত ৬৫ জন ছাত্র-ছাত্রীদের প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভারতীয় সংবিধান নিয়ে নানা তথ্য চিত্র দেখানো হয়I সংবিধান কি, কেন আমাদের সংবিধান মেনে চলা উচিত, সংবিধান তৈরীর ইতিহাস ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা। বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপদতারণ মণ্ডল আজ থেকে ৭৫ বছর আগে কিভাবে এই দিনে ভারতীয় গণপরিষদে সংবিধান গৃহীত হয় তার ইতিহাস ও গুরুত্ব ব্যাখা করেন। সহজ ভাষায় এবং তথ্য চিত্রে সংবিধান বিষয়ে জেনে খুশি ব্যক্ত করেন বিদ্যালয়ের পড়ুয়ারা। সেইসঙ্গে ছাত্র-ছাত্রীরা সংবিধান রক্ষার শপথ নেয়। উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সরকার ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *