
শম্ভুনাথ সেনঃ
২৬ নভেম্বর দিনটি “সংবিধান দিবস” রূপে চিহ্নিত। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হলেও তা কার্যকর হয়েছিল ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ নভেম্বর। সারাদেশের সাথে বীরভূমের সিউড়ি ১ নং ব্লকের কড়িধ্যা যদু রায় হাইস্কুলে সংবিধান গ্রহনের ৭৫ বছর পূর্তিতে আজ সাড়ম্বরে উদযাপিত হয় “সংবিধান দিবস”। বিদ্যালয়ের স্মার্ট ক্লাসরুমে দশম, একাদশ, দ্বাদশ শ্রেণির অন্তত ৬৫ জন ছাত্র-ছাত্রীদের প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ভারতীয় সংবিধান নিয়ে নানা তথ্য চিত্র দেখানো হয়I সংবিধান কি, কেন আমাদের সংবিধান মেনে চলা উচিত, সংবিধান তৈরীর ইতিহাস ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক যামিনী কান্ত সাহা। বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক বিপদতারণ মণ্ডল আজ থেকে ৭৫ বছর আগে কিভাবে এই দিনে ভারতীয় গণপরিষদে সংবিধান গৃহীত হয় তার ইতিহাস ও গুরুত্ব ব্যাখা করেন। সহজ ভাষায় এবং তথ্য চিত্রে সংবিধান বিষয়ে জেনে খুশি ব্যক্ত করেন বিদ্যালয়ের পড়ুয়ারা। সেইসঙ্গে ছাত্র-ছাত্রীরা সংবিধান রক্ষার শপথ নেয়। উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ নভেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে ভারত সরকার ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে।