
মেহের সেখঃ
২৯ ডিসেম্বর রবিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত পশ্চিম বর্ধমানের রূপনারায়ণপুরের জয়া রিশেপসন সেন্টারে সাহিত্য সাধক বাসুদেব মণ্ডলের সম্পাদনায় প্রকাশিত আজকের যোধন সাহিত্য পত্রিকার ৪১ তম বার্ষিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে পঞ্চাশের অধিক কবি সাহিত্যিক কবিতা পাঠ, আবৃত্তি, গান এবং বক্তৃতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্তর্মুখ গবেষণা পত্রিকার সম্পাদক কবি শম্পা সামন্ত বাগকে এবং কবি হীরক বন্দ্যোপাধ্যায়কে তারকনাথ সেন সম্মানে সম্মানিত করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অনাথবন্ধু চট্টোপাধ্যায়, দেশপ্রেমী সংবাদপত্রের সম্পাদক শকুন্তলা মণ্ডল, অঙ্কন শিল্পী প্রত্যুষ কুমার বাগ, প্রতীনকুমার বাগ প্রমুখ।