
শম্ভুনাথ সেনঃ
রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশক্রমে বীরভূমের মহম্মদবাজার ব্লকে ডেউচা-পাঁচামি কয়লা খনি নিয়ে আজ ৩ জানুয়ারী বৈঠক করতে আসেন রাজ্যের মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। সাত সকালে হাওড়া-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে শান্তিনিকেতনে পৌঁছান রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ডিজি রাজীব কুমার। তাঁদের স্বাগত জানাতে শান্তিনিকেতন রেলস্টেশনে উপস্থিত ছিলেন বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায়, জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, বীরভূম জেলা সভাধিপতি ফায়জুল হক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। স্টেশন থেকে বেরিয়ে তাঁরা মহম্মদবাজারের উদ্দেশ্যে রওনা হন। সেখানে স্থানীয় আদিবাসী মানুষজনদের সঙ্গেও কথা বলবেন বলে জানান মুখ্যসচিব মনোজ পন্থ। কাজের গতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন তাঁরা ৷
প্রসঙ্গত, ডেউচা-পাঁচামি খোলামুখ কয়লা খনির কাজের গতি থমকে গেছে বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। ২ জানুয়ারি নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠক থেকে বীরভূমের জেলাশাসক বিধান রায়কে ডেউচা-পাঁচামি কয়লাখনির কাজের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ডেউচা-পাঁচামিতে খোলামুখ কয়লা খনির কাজের গতি কমে গিয়েছে, খাপছাড়া ভাবে জমি অধিগ্রহণ করা হয়েছে, এই নিয়েই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তারপরেই এদিন বীরভূমে এলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও পিডিসিএল-এর সচিব পিবি সেলিম প্রমুখ উচ্চ পর্যায়ের প্রশাসনিক আধিকারিকরা।