মহঃ সফিউল আলমঃ
জেলা তথা রাজ্যের অন্যতম প্রাচীন ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের রাজবাড়ি ও ইমামবাড়া প্রাঙ্গণে ১৭ জুন ধিক্কার তথা প্রতিবাদ সভা আয়োজিত হয়৷ পরিচালনায় রাহে ইসলাম সমাজ কল্যাণ সোসাইটি৷ বিশ্বনবী হজরত মহম্মদ সাঃ এর প্রতি কটুক্তি ও তাঁর অবমাননার প্রতিবাদে এই প্রতিবাদ সভা৷ প্রধান বক্তা ছিলেন ভাগলপুরের পীর সাহেব সৈয়দ আলহজ মখমুর জামী৷ বিভিন্ন মসজিদের পেশ এমাম, মাদ্রাসা ও রাহে ইসলাম কমিটির কর্মকর্তা, অন্যান্য সুধীবৃন্দ হাজির ছিলেন৷ গণ স্বাক্ষর সংগ্রহ করা হয়৷ অভিযুক্ত নূপুর শর্মা, নবীন জিন্দালদের অবিলম্বে গ্রেফতার ও তাঁদের কঠোর শাস্তির দাবিও জানানো হয় মঞ্চ থেকে৷ পরে রাজনগর থানায় লিখিত ডেপুটেশন ও অভিযোগপত্র জমা দেওয়া হয়৷ কপি অন্যান্য দপ্তরে, মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠানো হবে বলে জানা গিয়েছে৷ প্রতিবাদ সভায় কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী মানুষ হাজির ছিলেন সেখানে৷ আয়োজকদের তরফে সভা সঞ্চালনার দায়িত্ব এই প্রতিবেদককে দেওয়া হয় এদিন৷ পুলিশ প্রশাসনের তৎপরতা ও ভূমিকা ছিল চোখে পড়ার মতো৷