
শম্ভুনাথ সেনঃ
আজ ২১ জানুয়ারী থেকে শুরু হল ৪৩ তম বীরভূম জেলা বইমেলা। বোলপুর মহকুমার ডাকবাংলা মাঠে ১০০ টি স্টল নিয়ে বসেছে এই বইমেলা। তার মধ্যে ৭৭ টি স্টলেই হবে বাংলা ভাষা বইয়ের বিকিকিনি। আজ এই ৪৩ তম বইমেলার উদ্বোধন করেন এসআরডিএর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। গৌরবময় অতিথিরূপে উপস্থিত ছিলেন সাহিত্যিক দেবারতি মুখোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, প.ব. বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক ড.আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত অন্যান্য বক্তারা তুলে ধরেন বই ও বইমেলার নানা কথা। প্রথমেই বোলপুর লাইব্রেরী থেকে বইমেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় অংশ নেন আদিবাসী শিল্পী, রনপা শিল্পী ও ঢাকিরা।এই উদ্বোধনী মঞ্চ থেকে প্রকাশিত হয় গ্রন্থমেলার একটি “স্মরণিকা”। এছাড়া প্রকাশিত হয় পাঁচমিশালী, উপেন্দ্র ত্রয়ী নাট্য সংকলন, আলো বিছানো পথে, কীর্তিমান বীরভূম, চিত্রলেখা, অপেক্ষা এমন বেশ কয়েকটি বই। উল্লেখ্য, এবারের বইমেলায় প্রতিদিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ২৭ জানুয়ারী পর্যন্ত। এদিন বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নিবেদিতা লাহিড়ী।
