
শম্ভুনাথ সেনঃ
পাওনাদারদের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক যুবক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের চন্দ্রপুর থানার অন্তর্গত তাঁতিপাড়ায়। মৃত যুবকের নাম মিলন দত্ত (২১)। পেশায় সে হাটতলার একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিল। পরিবার সূত্রে প্রকাশ গ্রামের দুজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল ওই যুবক। সেই টাকা পরিশোধ করার জন্য নিয়মিত মানসিক চাপ দিচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরে শুক্রবার রাত্রি থেকেই ওই যুবক নিখোঁজ ছিল। ২৯ মার্চ সকালে তাদেরই পাড়ার কাছে পুকুর পাড়ে একটি গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পাই। খবর দেওয়া হয় চন্দ্রপুর থানায়। চন্দ্রপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন চন্দ্রপুর থানার ওসি অভিষেক ঘোষ সহ বিশাল পুলিশবাহিনী। চন্দ্রপুর থানা পুলিশ পরিস্থিতির কথা চিন্তাভাবনা করে আটক করে নিয়ে যাই দুজন অভিযুক্ত পাওনাদার তাপস দাস বৈষ্ণব এবং কটি সোনার কে। যুবকের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নামে শোকের ছায়া।