
শম্ভুনাথ সেনঃ
এই চৈত্র মাসে মা মনসা, মা মঙ্গলচণ্ডী, বাবা ধর্মরাজ পুজোকে ঘিরে বীরভূমের বিভিন্ন এলাকায় “লবণপালা উৎসব” এক লোকায়ত সংস্কৃতি। বীরভূমের রাজনগর ব্লকের খয়রাডিহি গ্রামে মা মঙ্গলচণ্ডীর পুজো উপলক্ষে এবারেও বসে ১ দিনের গ্রামীণ মেলা। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার এই পুজো অনুষ্ঠিত হয় বছরের পর বছর। মঙ্গলচন্ডী পূজোর আগের দিন খয়রাডিহি সহ আশেপাশের গ্রামের মানুষ লবণপালা করে।
উল্লেখ্য, খয়রাডিহি গ্রামের মানুষের কাছে এ এক ঐতিহ্যবাহী লোকায়ত উৎসব। এই পুজোয় খয়রাডিহি গ্রামের প্রতিটি পরিবারেই আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের আনন্দ উপস্থিতি। আর এই উৎসব শতাধিক বছরের পুরোনো। এই পুজোকে ঘিরেই বসে গ্রামীণ মেলা। মেলা পরিচালনা করেন হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষজন। খয়রাডিহির এই পূজা ও মেলা কে কেন্দ্র করে নানান ধর্মীয় অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দূর দূরান্তের বহু মানুষ বছরের এই একটা বিশেষ দিনে খয়রাডিহি গ্রামে এসে মা মঙ্গলচণ্ডীর পুজোয় মেতে ওঠেন।