
সেখ রিয়াজুদ্দিনঃ
মুসলিমদের মসজিদ মাদ্রাসা ঈদগাহ দরগাহ কবরস্থানের সম্পত্তি বাঁচাতে বিজেপি সরকারের কালা কানুন ওয়াকফ বিল বাতিলের দাবিতে সোচ্চার বিভিন্ন রাজনৈতিক দল সহ মুসলিম সংগঠনগুলো। সেরূপ খয়রাসোল ব্লক এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনগুলো যৌথভাবে লোকপুর থানার বারাবন মাদ্রাসা প্রাঙ্গণে ২০ এপ্রিল রবিবার ওয়াকফ সংশোধনী বিল বাতিলের দাবিতে সভার ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আপাতত ৫ মে পর্যন্ত ওয়াকফ সম্পর্কিত সমস্ত কিছু আন্দোলন স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয় রবিবার লোকপুর থানার বারাবন মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক আলোচনা সভার মাধ্যমে। এদিন খয়রাসোল ব্লক এলাকার বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর প্রতিনিধি সহ বিশিষ্টজনদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান এবং ওয়াকফ সম্পর্কিত আন্দোলন স্থগিতাদেশের বিষয়ে পৃথক পৃথক ভাবে জানান খয়রাসোল ব্লক ইমাম মোয়াজ্জেম এ্যাসোসিয়েশন এর সভাপতি হাফেজ সামিউল খাঁ এবং জমিয়তে উলামায়ে হিন্দের ব্লক সভাপতি হাফেজ মহম্মদ নাসিরউদ্দিন।
