
শম্ভুনাথ সেনঃ
চলে গেলেন বাংলার অন্যতম বিশিষ্ট মৃদঙ্গ বাদক বীরভূমের বৈষ্ণবতীর্থ ময়নাডালের ভূমিপুত্র শিল্পী সচ্চিদানন্দ মিত্রঠাকুর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। রেখে গেলেন এক পুত্র ও কন্যা সেইসঙ্গে সহোদর নির্মলেন্দু মিত্রঠাকুর সহ পরিবার পরিজনদের। তিনি ছিলেন মিত্রঠাকুর পরিবারের বর্তমান প্রজন্মের অন্যতম শ্রেষ্ঠ মৃদঙ্গবাদক। প্রয়াত এই শিল্পী পিতৃপদাঙ্ক অনুসরণ করে দীর্ঘ ছয় দশক বাংলা পদাবলী কীর্তনে ময়নাডাল তথা বাংলার মুখ উজ্জ্বল করে গেছেন। তাঁর মৃত্যুতে মৃদঙ্গ শিল্প জগতের এক অপূরণীয় ক্ষতি হল।
উল্লেখ্য, বার্ধক্য জনিত কারণে দিন কয়েক অসুস্থ থাকার জন্য তাঁকে বীরভূম সন্নিহিত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৪ এপ্রিল সকাল সাড়ে আটটা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই খবর ছড়িয়ে পড়তেই ময়নাডাল তথা এলাকায় নামে শোকের ছায়া। মরদেহ নিয়ে আসা হয় চৈতন্যদেবের পদধূলি ধন্য ময়নাডালের মাটিতে। সেখানেই শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আত্মীয় পরিজনেরা। পরে ময়নাডালের মহাশশ্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।