
শম্ভুনাথ সেনঃ
পাকিস্তানি জঙ্গিদের নিয়ে পশ্চিমবঙ্গে চলছে অস্থিরতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসবাসরত অবৈধ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে বিজেপি। আজ ৫ মে দুপুরে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে জেলা সদর সিউড়ি বেনীমাধব মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এখানে বক্তব্য রাখেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা প্রমুখ। পরে জেলা প্রশাসনকে ডেপুটেশন দেওয়ার জন্য সেখান থেকে মিছিল করে প্রশাসন ভবনে এলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব জেলা সমাহর্তা বিধান রায়ের হাতে আজ স্মারকলিপি প্রদান করে।
