সিসিটিভি কন্ট্রোল রুম ও মনিটরিং পদ্ধতির সূচনা সিউড়িতে

দীপক কুমার দাসঃ

মঙ্গলবার, ২৮ জুন সিউড়ি থানায় চালু হলো সিসিটিভি কন্ট্রোল রুম ও পাবলিক অ্যাড্রেসিং পদ্ধতির। ট্রাফিক কন্ট্রোল করতে, ক্রাইম রুখতে ও অপরাধীদের চিহ্নিত করতে এই সিস্টেম খুব কাজে লাগবে। এক মাস আগে থেকেই মহড়া চলছিল এই সিস্টেমের। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সেন্ট্রালাইজড সিসিটিভি কন্ট্রোল রুম ও মনিটরিং সিষ্টেমের সূচনা করলেন বীরভূম জেলার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী। তিনি বলেন, এই সিষ্টেমে সিসিটিভির মাধ্যমে শহরে যেমন নজরদারি চালানো যাবে তেমনি ট্রাফিক কন্ট্রোল করা যাবে। ১৩টি সাউন্ড সিস্টেম ও লাগানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *