
উত্তম মণ্ডলঃ
সুবে বাংলার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করেন। সে যুদ্ধে এক অন্যতম সেনাপতি ছিলেন বীরভূমের রাজনগর পাঠান রাজপরিবারের বীর আলিনকি খান। রাজনগরে ফিরে তিনি সূচনা করেন মহরম মেলার। সেই মেলা এখনও চলে আসছে।
প্রতি বছরের মতো এবারেও রাজনগরে হাটতলায় আয়োজিত সম্প্রীতির মিলন মেলায় হাজির ছিলেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ। পাশাপাশি হাজির ছিলেন প্রশাসনিক কর্তাব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে বিশিষ্টজনেরা। মেলায় সুসজ্জিত তাজিয়া ছিল সারি, ছিল লাঠি খেলা, যা মন টানে মানুষের। মেলায় আগত মানুষদের বিনামূল্যে পানীয় জল, ফলের সরবৎ বিলি করে প্রশংসা কুড়িয়েছে একদল তরুণের পরিচালিত আশিকানে তাজুশ শরিয়া কমিটি। এ সম্পর্কে সেখ কওসর জানান, প্রতি বছরই তাঁরা এ রকম পরিষেবা দিয়ে থাকেন।
