বীরভূমের হাটজনবাজারে রেলওয়ে ওভারব্রীজের গার্ডার লাগানোর কাজ পুনরায় শুরু হবে: বন্ধ থাকবে ট্রেন চলাচল ও সিউড়ি-বোলপুর রাস্তা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সদর সিউড়ি-বোলপুর রুটে হাটজনবাজার রাস্তার উপর বহু প্রতীক্ষিত রেলওয়ে ওভারব্রীজের গার্ডার লাগানোর কাজ পুনরায় শুরু হচ্ছে। বেশ ক’বছর আগেই এই কাজ শুরু হলেও নানা জটিলতার কারণে এখনো সম্পন্ন হয়নি। এই ক’বছর ধরে নানা অসুবিধায় পড়তে হয়েছে স্থানীয় মানুষ ও পথযাত্রীদের। উল্লেখ্য, আগামী ১৩ জুলাই রবিবার সকাল ৭:১৫ থেকে দুপুর ১:১৫ পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকবে। আসানসোল ডিভিশনের জনসংযোগ আধিকারিক এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন। তার আগের দিন অর্থাৎ ১২ জুলাই শনিবার রাত্রি বারোটা থেকে পরের দিন রবিবার সন্ধ্যা পর্যন্ত সিউড়ি-বোলপুর রুটে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উল্লেখ্য, বীরভূমের সিউড়ি-বোলপুর রুটে হাটজনবাজার এলাকায় রেলের এই ওভার ব্রীজ নির্মাণের কাজ নানা জটিলতার কারণে দেরি হওয়ায় হয়রানির শিকার জেলাবাসী। ব্রীজ সম্পূর্ণ করার জন্য গত এপ্রিল মাসের ১৩ তারিখ এই রেললাইনে বেলা দেড়টা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ করে। ক্রেনের সাহায্যে স্টিলের গার্ডার বসানোর জন্য এই লাইনে ব্লক নেওয়া হয়, কিন্তু কাজ করতে গিয়ে বিয়ারিং ভেঙ্গে পড়ায় হেলে পড়ে গার্ডার। শেষ পর্যন্ত কাজ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, এদিন সময়মতো কাজ শুরু হয়েছিল। কিন্তু রেল কর্তৃপক্ষের টেকনিক্যাল ফল্টের কারণে আবারো থমকে যায় রেল ওভারব্রীজের কাজ। বারবার এভাবে বিভিন্ন কারণের জন্য ওভারব্রিজ সম্পূর্ণ হতে বহু দেরি হচ্ছে। আবার একটি দিন ধার্য করে আগামী ১৩ জুলাই পুনরায় এই কাজ সম্পন্ন হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এই খবরে উল্লসিত জেলাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *