
শম্ভুনাথ সেনঃ
নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর কারণে এরাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ ১০ জুলাই দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগণা, কলকাতার পাশাপাশি আমাদের বীরভূমেও মাঝারি থেকে ভারি বৃষ্টি শুরু হয়েছে আজ সকাল থেকেই। ক’দিন ধরে একটানা বৃষ্টি চলছে। চলতি বর্ষার মরশুমে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। এদিকে মৌসুমী অক্ষরেখা এবং পূর্ণিমার কোটালের জোড়া ফলায় বীরভূম জেলা জুড়ে সকাল থেকে শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। একাধিক নীচু এলাকা এবং চাষের জমি জলমগ্ন।

দুবরাজপুর ব্লকের কুখুটিয়া গ্রামে শাল নদীর উপর ভাসা ব্রিজের উপর দিয়ে জল বইছে
একদিকে অতিবৃষ্টি এবং ধানের বীজ উপযুক্ত না হওয়ায় চাষের কাজ ব্যাহত হচ্ছে। কীর্ণাহার এলাকায় কুয়ে নদী, খয়রাশোল এলাকায় শাল নদী, সাঁইথিয়ায় ময়ূরাক্ষীর ফেরিঘাট বীরভূমের এমন বিভিন্ন এলাকায় অতিবৃষ্টির কারণে নদীতে ভাসা সেতুর উপর দিয়ে জল বইছে বলে খবর। সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন। পঞ্চায়েত এবং সেচ দপ্তরকেও সতর্ক করা হয়েছে।

তিলপাড়া জলাধারে জল ছেড়েছে