
সেখ রিয়াজুদ্দিনঃ
“নো ই-কেওয়াইসি, নো এফ আর এস”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার রামপুরহাট ২ নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা সমিতির ডাকে বিক্ষোভ প্রদর্শন অনুষ্ঠিত হয় রামপুরহাটের পাঁচ মাথা মোড়ে। বিভিন্ন ধরনের দাবি সম্বলিত পোস্টার, ব্যানার সহযোগে মিছিল বের হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের অঙ্গনওয়াড়ী প্রকল্পকে ধাপে ধাপে বেসরকারিকরণের পথে ষড়যন্ত্রের জাল বিস্তার করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠে অঙ্গনওয়াড়ী কর্মীরা। পাশাপাশি আন্দোলনরত অঙ্গনওয়াড়ী কর্মীদের দাবি অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের অবিলম্বে স্থায়ীকরণ এবং সকলের জন্য প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্রাচ্যুইটি ও পেনশন চালুর ব্যবস্থা করা। আন্দোলনকারীদের বক্তব্য সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই একাধিক মামলায় স্পষ্টভাবে অঙ্গনওয়াড়ী কর্মীদের শ্রমিকের মর্যাদা দিতে বলেছেন। সেই নির্দেশকে মান্যতা দেওয়া তো দূর, উল্টে ই-কে ওয়াই সি ও এফ আর এস এর মাধ্যমে কর্মীদের উপর নজরদারি চালিয়ে তাঁদের ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন।
মিছিল শেষে পাঁচ মাথা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্যের মাধ্যমে বলেন, “আমরা শিক্ষিকা, আমরা কর্মী, আমরা দিনের পর দিন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করে চলেছি। অথচ আজও আমরা শ্রমিকের স্বীকৃতি থেকে বঞ্চিত। এই অবমাননা আমরা আর মেনে নেব না।” “আমরা মাস প্রতি যৎসামান্য সাম্মানিক পাই, অথচ স্বাস্থ্য, শিক্ষা ও নারীকল্যাণ এরূপ তিনটি দপ্তরের অধীনে কাজ করে থাকি। আমাদের কাজের কোনো মুল্যায়ন নেই, নেই ভবিষ্যতের নিরাপত্তা। এই অন্যায় আর চলতে পারে না।” বিক্ষোভকারীরা এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি হুঁশিয়ারি দেন যে, অঙ্গনওয়াড়ী প্রকল্পে বেসরকারিকরণ করা হলে গোটা রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।