
শম্ভুনাথ সেনঃ
বীরভূম বনবিভাগের ব্যবস্থাপনায় জেলাস্তরীয় বনমহোৎসব নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ১৭ জুলাই উদযাপিত হলো বীরভূমের হেতমপুরে অবস্থিত দুবরাজপুর গভমেন্ট মডেল স্কুলে। সবুজায়নের বার্তা নিয়ে প্রথমে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। দুবরাজপুর ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের এনসিসি পড়ুয়া, সেলফ হেল্প গ্রুপ, কন্যাশ্রী ক্লাবের সদস্যরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেন।



এদিন বনমোহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, জেলা সভাধিপতি ফায়েজুল হক, স্থানীয় দুবরাজপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজা আদক, দুবরাজপুর পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, বীরভূম জেলা বিভাগীয় বনাধিকারিক রাহুল কুমার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই অতিথি বরন এবং প্রদীপ প্রজ্জ্বলিত হয়।

পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পাঠ করেন দুর্গাপুর ডিভিশনের বনাধিকারিক অনুপম খান। এদিন স্কুল অঙ্গনে বৃক্ষরোপণে হাত লাগান উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকার ছাত্র-ছাত্রীদের নিয়ে বন ও পরিবেশ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানাধিকারীদের হাতে এদিন পুরস্কার সহ তুলে দেওয়া হয় গাছের চারা।
