
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের নদী তীরবর্তী গ্রামের চাষিদের কপালে চিন্তার ভাঁজ। অত্যধিক বৃষ্টির জেরে ফসল সহ চাষের জমি নদী গর্ভে চলে যাওয়ায় তারা দুশ্চিন্তায় ভুগছেন। জয়দেব কেন্দুলী অঞ্চলের সন্তোষপুর গ্রামের চাষীদের বহু জমি ফসল সহ জলের তলায়। নদীর ধারে পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল বটে কিন্তু শেষ রক্ষা হয়নি। এমনকি সরকারি সাবমারসিবল ও ইলেকট্রিক খুঁটি সেটাও নদীগর্ভে চলে গেছে, এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষজন। এলাকার মানুষের দাবি পুনঃরায় সরকারিভাবে এই নদীর গার্ডওয়াল তৈরি করা হোক।