বীরভূমের জয়দেব-কেন্দুলি অঞ্চলের আকম্বা গ্রামে ঢোকার ঢালাই রাস্তার বেহাল দশা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের জয়দেব কেন্দুলি অঞ্চলের আকম্বা বাসস্ট্যান্ড থেকে গ্রাম ঢোকার ঢালাই রাস্তার বেহাল অবস্থা। শুধুমাত্র বর্ষাকাল নয় বছর দুয়েক ধরে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। আর বৃষ্টি হলেই রাস্তার উপরে হাঁটু ভর্তি জল জমে এবং সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হয়। রাস্তার পাশে ড্রেন বা জল নিকাশীর কোনো ব্যবস্থা নেই। এই আকম্বা গ্রামে রয়েছে একটি জুনিয়র হাইস্কুল। স্কুলের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকাদের এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। রাস্তায় জল জমে থাকার কারণে সমস্ত সাধারণ মানুষ থেকে স্কুল ছাত্র-ছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের ঘুরপথে আসতে হচ্ছে গ্রামে অথবা বিদ্যালয়ে। বাসস্ট্যান্ড থেকে এই রাস্তাটি ক্ষুদ্রপুর, ধুলপুর, সন্তোষপুর আকম্বা গ্রামের মানুষজনদের যাতায়াতের প্রধান রাস্তা। এলাকার বাসিন্দারা জানিয়েছেন শুধু বর্ষাকাল নয় বারো মাসই এই পথ চলাচলের অযোগ্য। স্থানীয় পঞ্চায়েত কিংবা ব্লকে দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। যথাশীঘ্র এই রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন এলাকার মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *