লিভারফাউন্ডেশনের উদ্যোগে পড়ালেখা সেন্টারের বাচ্চাদের ফুটবল ম্যাচ

নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ

একাধারে কোভিট অতিমারী ও দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে গ্রামের বাচ্চাদের বুনিয়াদি শিক্ষার মান ও মানসিক উৎফুল্লতা ক্রমশ নিম্নমুখী হচ্ছিল। এমত অবস্থায় লিভারফাউন্ডেশন, প:ব: বাচ্চাদের বুনিয়াদি শিক্ষার মান ও মানসিক উৎফুল্লতার উন্নতির লক্ষ্যে বীরভূম সহ গোটা রাজ্যে মোট চারটি জেলার বেশ কিছু জায়গাতে SHG দিদিদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে, অবৈতনিক ভাবে গ্রামে গ্রামে পড়ালেখা চর্চার বিকাশ ঘটানোর নিরন্তর প্রয়াস বিগত ২০২০ সাল থেকে চালিয়ে আসছে। এই লক্ষে সিউড়ি ১নং ব্লকের নগরী গ্রাম পঞ্চায়েতের মোট তিনটি গ্রামের তিনটি ‘পড়ালেখা’ সেন্টারের বাচ্চাদের নিয়ে ১০ জুলাই লাটুর বোনা গ্রামে অনুষ্ঠিত হলো সৌজন্য মূলক একটি ফুটবল ম্যাচ। ৩টি গ্রামের মোট ১০জন SHG স্বেচ্ছাসেবী ও ৬৫জন প্রাথমিক স্তরের বাচ্চারা এই কর্মসূচীর মূল উদ্যোগে সামিল হয়েছেন। এই ধরনের কর্মসূচীর লক্ষ্য হলো গ্রামের পিছিয়ে পড়া প্রাথমিক স্তরের বাচ্চাদের বুনিয়াদী শিক্ষার পাশাপাশি শরীর ও মনের বিকাশের গতিকে ত্বরান্বিত করা। এই কর্মসূচীর সুষ্ঠ সম্পাদনের জন্য স্থানীয় গ্রাম গুলির সকলেই পূর্ন সহযোগিতার হাত বাড়িয়ে দেন এছাড়া SGH স্বেচ্ছাসেবীদের ভূমিকা ও আন্তরিকতা সকলের দৃষ্টি আকর্ষণ করে। এই ধরনের কর্মসূচীর ফল স্বরূপ নগরী পঞ্চায়েতের সব গ্রামের পিছিয়ে পড়া পড়ুয়ারা সহজেই বুনিয়াদি শিক্ষার মূল স্রোতে ফেরার সুযোগ পাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বাচ্চাদের উৎসাহ প্রদানের জন্য লিভারফাউন্ডেশনের কর্মীবৃন্দর পাশাপাশি উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ কাজল চ্যাটার্জি মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *