লাভপুরে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়-এর জন্মজয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে ‘রাধা’ নাটকের পরিবেশনা

মেহের সেখঃ

সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে লাভপুর অতুলশিব ক্লাব এবং দিশারী সাংস্কৃতিক চক্রের যৌথ উদ্যোগে লাভপুরে ২৩ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত তিন দিন ধরে লাভপুরে সাহিত্য–সংস্কৃতি চর্চার যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই অঙ্গ হিসেবে ২৩ জুলাই সন্ধ্যায় লাভপুর অতুলশিব রঙ্গমঞ্চে দিশারী সাংস্কৃতিক চক্রের প্রযোজনায় এবং দিশারীর কর্ণধার পার্থপ্রদীপ সিংহের নির্দেশনায় সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘রাধা’ উপন্যাসের কাহিনি অবলম্বনে লেখা ‘রাধা’ নাটক পরিবেশিত হল। নাটক দেখতে উপস্থিত ছিলেন নাট্যকার ও অভিনেতা মহাদেব দত্ত, প্রাক্তন শিক্ষক হরিপ্রসাদ সরকার, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ভাতৃস্পুত্র বাসুদেব বন্দ্যোপাধ্যায়, শিক্ষক এবং সাহিত্য কর্মী জ্ঞানেন্দ্রমোহন ঘোষ, নাট্যকর্মী অতনু বর্মন, বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার উজ্জ্বল মুখোপাধ্যায়, সাহিত্য কর্মী সুনীল পাল, তারাশঙ্করের নিকট আত্মীয় অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়াও নাটক দেখতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘রাধা’ উপন্যাসটিকে নাট্যমঞ্চে নিয়ে আসার জন্য নাটক দেখতে আগত দর্শকেরা দিশারী সাংস্কৃতিক চক্রের সদস্যদের এবং দিশারীর কর্ণধার পার্থপ্রদীপ সিংহের প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *