৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের ব্লক স্তরীয় অধিবেশন শেষ হল বীরভূমে

শম্ভুনাথ সেনঃ

ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সহায়তায় জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস ১০-১৭ বছর বয়সী শিশুদের বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি অভিনব প্ল্যাটফর্ম। পরিবেশ, আর্থসামাজিক প্রেক্ষাপট এবং প্রকৃতির বিভিন্ন পরিবর্তন ইত্যাদি বিষয়ে সমাজকল্যাণে কাজে লাগে এমন কোনো বিষয় নিয়ে শিশুরা তাদের গবেষণাপত্র তৈরি করে। একজন গাইড টিচার তাদের সাহায্য করে থাকেন। বীরভূমে ব্লক পর্যায়ে “জাতীয় শিশুবিজ্ঞান কংগ্রেস”-২০২২ এর ব্লক স্তরীয় অধিবেশন শেষ হয়েছে। ১৮-২৮ জুলাই মোট ১১ দিন ধরে সাঁইথিয়া, সিউড়ি, রামপুরহাট, দুবরাজপুর এমন ১৯টি ব্লকে সূচী অনুযায়ী এই অধিবেশন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও সহ এলাকার গাইড শিক্ষকরা। পরিচালনার দায়িত্বে ছিলেন জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের বীরভূম জেলা কোঅর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায় ও ড. সুপ্রিয় কুমার সাধু। জেলার ১৯টি ব্লক থেকে মোট ৯৮৭ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। আগামী সেপ্টেম্বর মাসে জেলা স্তরের অধিবেশন অনুষ্ঠিত হবে বলে তারক বাবু জানান। উল্লেখ্য, প্রথমে ব্লক স্তরে,পরে জেলা স্তরে, তৎপরবর্তী রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই অনুষ্ঠান হয়ে থাকে। প্রতিটি স্তরে শিশুর মূল্যায়ন করেন বিশেষজ্ঞ দল। বীরভূম জেলার বিভিন্ন সমস্যা, বিশেষ করে, রাণীগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের দুর্দশা,জল দূষণ রোধ, ভুট্টার পরিত্যক্ত খোশাকে কুটির শিল্পে ব্যবহার, প্লাস্টিকের বিকল্প অনুসন্ধান, খবরের কাগজে ঠোঙ্গা তৈরি কতখানি বিজ্ঞানসম্মত বা পেঁয়াজের খোসা কিভাবে কীটনাশক হিসেবে ব্যবহৃত হতে পারে ইত্যাদি এমন নানা বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত প্রকল্প আগামী দিনে বীরভূমের বিজ্ঞান সাধনার ক্ষেত্রটিকে পরিপুষ্ট করবে। বিজ্ঞানমনস্ক শিশু গবেষকরা ঠাঁই পাবে আন্তর্জাতিক ক্ষেত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *