কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল, জেলাব্যাপী

সেখ রিয়াজুদ্দিনঃ

কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি ও পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধি এবং সিবিআই, ইডির দ্বিচারিতা মূলক আচরণের প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জেলা ব্যাপী বিক্ষোভ মিছিল বের হয়। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে বিজেপি তার দলের হয়ে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের দূর্বল করার কৌশলগত পথ অবলম্বন করে চলেছে, এই সমস্ত ঘটনার প্রতিবাদে রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার বীরভূমের প্রতিটি অঞ্চলে, শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করার ডাক দেওয়া হয়। সেই মোতাবেক আজ খয়রাসোল ব্লকের বড়রা, পাড়শুন্ডি, লোকপুর এছাড়াও রাজনগর ব্লক, সিউড়ি শহর ও ব্লক এলাকায় আলুন্দা অঞ্চল সহ জেলার সর্বত্র বিক্ষোভ মিছিল বের করা হয়। খয়রাসোল ব্লকের বিভিন্ন স্থানে মিছিলে উপস্থিত ছিলেন খয়রাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী, ব্লক নেতৃত্ব সেখ জয়নাল, পার্শুন্ডি অঞ্চল নেতৃত্ব উৎপল ব্যানার্জী, লোকপুর অঞ্চলের আহ্বায়ক সুনীল কুমার সাহা। সিউড়ি এক নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতের অন্তর্গত ইটাগোরিয়া থেকে জুনিদপুর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এক প্রতিবাদ মিছিল বের হয়। সেখানে উপস্থিত ছিলেন আলুন্দা গ্রাম প্রঞ্চায়েত প্রধান রুবিদা বিবি, উপপ্রধান রামকৃষ্ণ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *