মহঃ সফিউল আলমঃ
১২ সেপ্টেম্বর, সোমবার সবে আসতে শুরু করেছেন শিক্ষক ও পড়ুয়ারা৷ স্কুল শুরু হওয়ার পূর্বে হঠাৎ রাজনগর শম্ভুবংশী নিঃবুঃ বিদ্যালয় তথা বেসিক স্কুলের মিড ডে মিলের ডাইনিং শেডে একটি মেটে খরিস সাপ লক্ষ্য করা যায়৷ ছাত্ররা প্রথমে দেখতে পেয়ে জানায় শিক্ষক দেবাশীষ মন্ডলকে৷ তিনি গিয়ে লক্ষ্য করেন ফণা তুলে রয়েছে সাপটি৷ সঙ্গে সঙ্গে দেবাশীষবাবু স্থানীয় বন দপ্তরে খবর দেন৷ বন বিভাগের কর্মীরা এসে সাপটি ধরে নিয়ে যান৷ দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে ফলে সম্ভাব্য বিপদ এড়ানো গিয়েছে৷