জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের ৩০ তম অধিবেশন অনুষ্ঠিত হলো বীরভূমের সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে

শম্ভুনাথ সেনঃ

শিশুবেলা থেকে মস্তিষ্কে বিজ্ঞান ভাবনার প্রসার ঘটাতে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে আজ ২৩ সেপ্টেম্বর ৩০ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের ২ দিনের অধিবেশন বসে বীরভূমের সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ে। জেলার ১০-১৭ বছর বয়সী ৯৮৭ জন বিজ্ঞানমনস্ক পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত এই অধিবেশন। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এদিন অধিবেশনে জেলার বিভিন্ন স্কুল থেকে কৃতি পড়ুয়ারা মডেল এক্সিবিশন, পোস্টার প্রর্দশনী, নতুন উদ্ভাবন প্রক্রিয়ার গবেষণা পত্র উপস্থাপন সহ সমাজের অর্থনৈতিক উন্নয়নের উপর নানা প্রকল্পের নয়া ভাবনা উপস্থাপন করে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক ড. আশীষ ব্যানার্জি, ছিলেন বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, সাঁইথিয়া পুরপিতা বিপ্লব দত্ত, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ স্বপন কুমার দত্ত, বিজ্ঞানী পুন্যব্রত চক্রবর্তী, পুলিন বিহারী চক্রবর্তী সহ ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা এবং বিশিষ্ট মানুষজন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শুরুতেই জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের লক্ষ্য, উদ্দেশ্য এবং আগামী পরিকল্পনা নিয়ে মুখকথা পরিবেশন করেন জেলা কো-অর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের প্রাসঙ্গিক ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন জেলা শাসক বিধান রায়। এদিন ছাত্র-ছাত্রীরা তাদের নির্মিত প্রজেক্ট, মডেল এবং গবেষণা পত্র বিজ্ঞান পর্যবেক্ষকদের কাছে প্রদর্শন করেন। নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং বিজ্ঞানের নয়া ভাবনার উপর যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেইসব পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও শংসাপত্র। এই বিবেকানন্দ মঞ্চেই এদিন বিজ্ঞানের উপর অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর প্রতিযোগিতা। এদিন এই মঞ্চে একটি ছোট্ট নাটক “কাল্পনিক সাক্ষাৎকার” অনুষ্ঠিত হয়। সাঁইথিয়া উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক অতনু বর্মন ও তীর্থজিৎ ঘোষ অভিনয়ে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনার করেন জেলার বিশিষ্ট নাট্যকার, সঞ্চালক সুব্রত ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *