বিভিন্ন রকমের হস্তশিল্পে সাজছে সিউড়ির এক এর পল্লীর মন্ডপ

দীপক কুমার দাসঃ

ঝুড়ি, কুলো, পুতুল এমন সব জিনিসপত্র দিয়ে সাজানো হচ্ছে সিউড়ির এক এর পল্লীর মন্ডপ। থিম ভাবনায় রয়েছেন আসানসোলের শিল্পীরা। এবারে ৪৮তম বর্ষে হস্তশিল্পীদের সম্মান দিতেই এই ভাবনা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। চটের উপর হলুদ স্প্রে রঙ করে তার উপর নানা ধরনের কাজে সাজানো হচ্ছে মন্ডপ। মূল প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকলেই মনে হবে কোনো ঘরের উঠোন। মূল মন্ডপ ও তার দুপাশে ঘেরা জায়গা জুড়ে ঝুড়ি, কুলো, পুতুল দিয়ে অসাধারণ কাজে সাজিয়ে তোলা হচ্ছে। এই ক্লাবের এক সদস্য তীর্থঙ্কর মোশান বলেন, এবার এই পুজোর ৪৮তম বর্ষ। ক্ষুদ্র কুটির শিল্পকে মন্ডপসজ্জায় ব্যবহার করা হচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্পকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস আমাদের। প্রতিবছর আমাদের নজরকাড়া মন্ডপ দেখতে বহু মানুষ ভিড় করেন, এবারও বহু মানুষ এখানে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *