সেখ রিয়াজুদ্দিনঃ
গত ৯ আগস্ট সিউড়ি রামপুরহাট জাতীয় সড়কের ওপর মল্লারপুর সংলগ্ন এলাকায় সরকারি বাসের সাথে অটোর মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান নয়জন দিনমজুর। পরিচয়ে জানা গেছিল একজন পুরুষ এবং আটজন মহিলা অটো করে ধান পোতার কাজ থেকে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে এবং সেখানেই নয়জন প্রাণ হারায়। নিহতরা সকলেই রামপুরহাট থানার কাষ্টগড়া পঞ্চায়েতের আদিবাসী অধ্যূষিত পারকান্দি গ্রামের বাসিন্দা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে পরদিন সকালেই উক্ত গ্রামে পৃথক পৃথক ভাবে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। মৃতদের পরিবারের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মৃত্যু পিছু দুই লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয় সেদিন। রাজ্য সরকারের কথা মতো ১০ আগষ্ট বুধবার জেলা শাসকের হাতে দিয়ে রাজ্য সরকার ঘোষিত দুই লাখ টাকার চেক প্রদান করেন মৃতদের পরিবারের হাতে। এদিকে ঘটনার দেড় মাস অতিক্রান্ত হলেও কেন্দ্র সরকার ঘোষিত দুই লক্ষ টাকা এখন পর্যন্ত পাননি মৃতদের পরিবারগুলো। শনিবার সেদিনের নিহত পরিবারগুলোর পাশে এসে দাঁড়ালেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়, ডেপুটি স্পিকার ডক্টর আশিষ ব্যানার্জী, সুনীল সরেন, জাহাঙ্গীর খান, উপ প্রধান নিয়ামত শেখ,রূপালী টুডু প্রমুখ। মৃত পরিবারগুলোকে বেশ কিছু বস্ত্র ত্রাণ দিয়ে সাহায্য করলেন।