শম্ভুনাথ সেনঃ
আজ ৫ অক্টোবর বিজয়া দশমী। দুর্গোৎসবের শেষ দিন। দীর্ঘকাল থেকে এই দিনটিতে শুভ বিজয়া দশমীর প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানানোর দিন। সেই সঙ্গে চলে মিষ্টি মুখের পালা। এই বিজয়া দশমীর দিনে আদিবাসীরা বেরিয়ে পড়ে পরবী নেওয়ার জন্য। সেই সাবেকি আদিবাসী নৃত্য দেখিয়ে তারা নাড়ু, মুড়ি, খই, পরবী সংগ্রহ করে। গ্রামীণ সংহতি রক্ষায় এও এক সাবেকী রীতি। দুবরাজপুর ও সন্নিহিত গ্রাম এলাকায় সকাল থেকে শুরু হয়েছে এই নৃত্য উৎসব। এই নাচটার সঙ্গে জড়িয়ে আছে আদিবাসীদের সেই সাবেকি প্রথা। উল্লেখ্য, এই শারদীয়া উৎসবের সময়ে চলে আদিবাসীদের দাঁসাই পরব। নৃত্যের সঙ্গে চলে তাঁদের সাঁওতালি ভাষায় গান। দলপতি শকু হেমরম জানান, তাদের বাড়ি দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাজুরিয়া গ্রামে। তাদের নৃত্যে ব্যবহৃত হয়– মাদল, দুমদুমি, করতাল ইত্যাদি বাদ্যযন্ত্র। নাচের সময় হাতে নিয়ে থাকে একগুচ্ছ ময়ুরের পালক। এই নৃত্য দলে ছিলেন ১০-১২ জনের নবীন-প্রবীণ শিল্পীরা।
ভিডিও এবং ছবি সৌজন্যঃ প্রিয়রঞ্জন ধর