শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম পূণ্যভূমি তীর্থক্ষেত্র জয়দেব কেন্দুলি। দ্বাদশ শতকে অজয় তীরে এই কেন্দুলিতে বসেই কবি জয়দেব লিখেছিলেন সংস্কৃত কাব্যগ্রন্থ “গীতগোবিন্দ”। যা বিশ্বের মানুষের কাছে আজও সমান জনপ্রিয়।প্রতি বছর কবির প্রয়াণ দিবসে পৌষ সংক্রান্তিতে কেন্দুলীতে বসে জয়দেব মেলা যা বীরভূমের বাউল মেলা হিসেবে চিহ্নিত। স্থায়ী-অস্থায়ী অন্তত ৩০০ টি আখড়ায় বাউল গানের সুরে মুখরিত হয় কেন্দুলির আকাশ বাতাস। এই জয়দেব কেন্দুলীতে রয়েছে প্রায় ৭০ টির বেশী স্থায়ী আখড়া। এই আখড়াগুলির সমবেত প্রচেষ্টায় গড়ে উঠেছে “জয়দেব কেন্দুলি আশ্রম সংঘ”! আজ ১৭ অক্টোবর এই সংঘের সাংগঠনিক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। সভাপতিত্ব করেন আশ্রমের প্রবীণ সন্ন্যাসী স্বামী গৌড়ানন্দ মহারাজ। প্রদীপ প্রজ্বলন ও শারদ শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সভার সূচনা হয়। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, শ্রী শ্রী বৃন্দাবন চন্দ্র সেবাশ্রম, তিলোত্তমা আশ্রম, কাঙাল খেপা আশ্রম, মনের মানুষ আশ্রম এমন ৬৮ টি স্থায়ী আশ্রমের কর্ণধারেরা এদিন সভায় উপস্থিত ছিলেন। আগামী জয়দেব মেলার প্রস্তুতি নিয়েও এদিন আলোচনা হয়। তাছাড়া জয়দেবের রাস্তা ঘাটের উন্নয়ন, উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থা, পর্যাপ্ত আলো, পানীয় জল এমন নানা সমস্যার সমাধানের জন্য মন্ত্রী সহ জেলাশাসক ও স্থানীয় প্রশাসনে স্মারকলিপি দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপস্থিত বাউল শিল্পীরা এদিন বাউল গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুভাষ কবিরাজ।