শম্ভুনাথ সেনঃ
আজ ১১ নভেম্বর। দিনটি “জাতীয় শিক্ষা দিবস” হিসেবে চিহ্নিত। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের আজ ১৩৫ তম জন্মদিন। স্বাধীন ভারতে তাঁর শিক্ষা বিস্তারের উজ্জ্বল ভূমিকার কথা স্মরণে রেখে তাঁর জন্মদিনটি ভারতে “জাতীয় শিক্ষা দিবস” রূপে পালন করা হয়। ১৮৮৮ খ্রীঃ ১১ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ১৯৪৭ খ্রীঃ ১৫ আগস্ট থেকে ১৯৫৮ খ্রীঃ ২ ফেব্রুয়ারি অবধি স্বাধীন ভারতে তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। বীরভূমের দুবরাজপুর চক্রের গড়গড়া জগদীশ চন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিনটি যথোচিত শ্রদ্ধায় পালন করা হয়। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন। পরে পড়ুয়ারা হাতে প্ল্যাকার্ড এবং শিক্ষামন্ত্রীর প্রতিকৃতি নিয়ে একটি শোভাযাত্রা গ্রাম পরিক্রমা করে। গ্রামের মানুষ জনের মধ্যে সমগ্র শিক্ষা মিশনের প্রচার ও ডেঙ্গু সচেতনতার জন্য বার্তা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার গড়াই, সহকারী শিক্ষিকা সুমনা সরকার সিনহা, বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীগণ এবং মিড ডে মিলের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা মিলে এই দিনটি উদযাপন করে। ছাত্র-ছাত্রীদের কাছে দিনটির তাৎপর্য ও মৌলানা আবুল কালাম আজাদের জীবনের নানা দিক তুলে ধরেন প্রধান শিক্ষক অসিত কুমার গড়াই।