স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের জন্মদিন পালন, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

আজীবন ভারতীয় জাতীয়তাবাদের রক্ষক স্বাধীনতা সংগ্রামী ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ।সারা দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মৌলানা আবুল কালাম আজাদের ১৩৫ তম জন্মদিন উপলক্ষে ১১ নভেম্বর দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয়। এদিন বীরভূমের জেলা সদর সিউড়ি পৌরসভা সংলগ্ন আবক্ষ মূর্তির সামনে জমায়েত হয়ে পুষ্পস্তবক মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা জাতীয় কংগ্রেসের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত বক্তাগন উনার জীবন, আদর্শ, শিক্ষা, রাজনীতি সহ বিভিন্ন দিক গুলি তুলে ধরেন। বক্তব্যের মাধ্যমে বলেন, তিনি ১৮৮৮ সালের ১১ নভেম্বর সৌদি আরবের মক্কায় জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষেরা আফগানিস্তানের হেরাত থেকে ভারতবর্ষে এসেছিলেন। মাওলানা আজাদকে বাড়িতে বসেই সাবেকী পদ্ধতিতে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়। মাত্র ১৫ বছর বয়সেই তিনি আরবি ও ফারসি ভাষায় বিশেষ দখল অর্জন করেন। আরবিতে দর্শন, জ্যামিতি গণিত ও বীজ গণিতের উপর শিক্ষা লাভ করেন এবং শিক্ষক পদে নিযুক্ত হন। খিলাফত আন্দোলনে নেতৃত্ব দান করেন। ১৯১৯ সালের রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজীর অহিংস অসহযোগের ধারণায় অনুপ্রাণিত হয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯২৩ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ১৯৫৮ সালের ২২ফেব্রুয়ারি ৬৯ বছর বয়সে ভারতের দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। ১৯৯২ সালে তাকে ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্নে ( মরণোত্তর) ভূষিত করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি আইএনটিইউসি র জেলা সভাপতি মৃণাল কান্তি বসু, জেলা কংগ্রেসের দুই কার্ষকারী সভাপতি অসীম মূখার্জী ও চঞ্চল চ্যাটার্জী, শহর কংগ্রেসের সভাপতি মূরর্শেদ রেজা পিটু ও মহিলা কংগ্রেসের নেত্রী রেখা রায় সাহা সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এআই শিখুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যান!


এআই কোর্স: ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ গাইড! Zed Age Infotech এর তরফ থেকে প্রথমবার বীরভূম জেলায়! আপনি কি ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক নাকি ছাত্র/ছাত্রী? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আপনার কাজ এবং লেখাপড়াকে আরও সহজ এবং কার্যকর করতে পারে! Zed Age Infotech এর নতুন এআই কোর্সে যোগ দিন! বিশদ জানতে কল করুন 9474413998 নম্বরে অথবা নাম নথিভুক্ত করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।

This will close in 120 seconds