বন্ধুত্বের বন্ধন অটুট রাখতে প্রায় তিন দশক পর ৩০ জন বন্ধুর পুনর্মিলন উৎসব বীরভূমের দুবরাজপুরে

শম্ভুনাথ সেনঃ

“সম্পর্কই সম্পদ”। প্রায় ৩ দশক পরেও বন্ধুত্বের বন্ধন অটুট রাখার এক অভিনব ভাবনা! বীরভূমের “দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে” ১৯৯৬ সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন সেই সব ছাত্রদের বয়স এখন ৪০ পেরিয়েছে। কেউবা শিক্ষকতা করেন, কেউ ডাক্তারি, কেউ আবার ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসাদার। কর্মসূত্রে কেউবা বাংলার বাইরে ভিন রাজ্যে, কেউ বা বিদেশে আবার কেউ কেউ দুবরাজপুরেই থাকেন। ডাঃ সোমনাথ ধারা, ডাঃ রঞ্জন পণ্ডিত, শিক্ষক প্রদ্যুৎ দত্ত, পলাশ ঘোষ, তন্ময় দত্ত, দেব কুমার ঘোষ, শিল্পপতি অভিক গাঙ্গুলী তেমন ৩০ জন সেদিনের প্রাক্তন ছাত্ররা মিলিত হয়ে পুনর্মিলন উৎসবের আয়োজন করে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। একই রকম পোশাক পরে তারা খুঁজতে চেয়েছে সেই পুরোনো স্মৃতি। অনুষ্ঠানের নানা কর্মসূচিতে তাদের সেই সময়ের শিক্ষকদের স্মারক সম্মাননা প্রদান করা হয়। বর্তমান স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় ফুটবল। গত ১২ নভেম্বর দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যার্থী ভবনে অনুষ্ঠিত হয় এমন শিক্ষক ও প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব। ছিলেন আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ হোস্টেলের শিক্ষকরা। প্রাক্তন ছাত্রদের মহামিলনের সেই আনন্দঘন মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি হয়। বিস্মৃতির আড়ালে থাকা গুরু-শিষ্যের সম্পর্কও আরো দৃঢ় হয় এই প্রাক্তনীদের মহামিলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *