বীরভূম জেলায় শিশু দিবস উপলক্ষে নানান অনুষ্ঠান

দীপককুমার দাসঃ

আজ সোমবার শিশুদিবস উপলক্ষ্যে সিউড়ির প্রভাত জ্যোর্তিময়ী কলেজ অব এডুকেশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা মিলিয়ে মোট ৪০জন রক্তদান করেন। প্রভাত জ্যোর্তিময়ী কলেজ অব এডুকেশনের পক্ষে লছমন বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবছর রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এবছর শিশুদিবস উপলক্ষ্যে নবম বর্ষের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট ও থ্যালাসেমিয়া রোগীদের কথা ভেবেই এই উদ্যোগ।


সন্তোষ পালঃ

আজ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ১৩৪তম জন্মবার্ষিকী। এই দিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। দিকে দিকে সরকারিভাবে বা বেসরকারিভাবে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি মহাসমারোহে পালিত হয়। দুবরাজপুর চক্রের বক্রেশ্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে শিশু দিবস উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার দত্তের উদ্যোগে। তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ আচার্য, সহকারী শিক্ষক সোমনাথ দে সহ অন্যান্য শিক্ষকগণ। এদিন অন্যতম অতিথি রূপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক আশীষ কুমার মুখোপাধ্যায়, বিশিষ্ট চিকিৎসক বিমান রুজ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির সদস্য পরেশ আচার্য্য, শিক্ষাবন্ধু রূপলাল মন্ডল সহ বিদ্যালয়ের পড়ূয়ারা। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিবৃন্দ। সংগীত, নৃত্য যেমন খুশী সাজোসহ একাধিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য ১২ নভেম্বর বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে বিভিন্ন খেলাধুলোর উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই প্রতিযোগিতা স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় আজ এছাড়াও অন্যান্য দের রং পেন্সিল, খাতা, কলম, রাবার ইত্যাদি পড়া ও খেলার সরঞ্জাম প্রদান করা হয়। পাশাপাশি এই চক্রের গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল শিশু দিবস। এদিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার গড়াই, সহকারী শিক্ষিকা সুমনা সরকার সিনহা, মা চন্ডী স্বনির্ভর গোষ্ঠী সদস্যারা, প্রাক্তন পড়ুয়ারা এবং বর্তমান পড়ুয়ারা। প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু বিষয়ে আলোকপাত করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এছাড়াও পড়ুয়ারাও আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।


সেখ ওলি মহম্মদঃ

প্রতিবছর ১৪ নভেম্বর সারা দেশজুড়ে পালিত হয় জাতীয় শিশু দিবস। এই একই দিনে জন্মেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু। নেহরু বাচ্চাদের কাছে চাচা নামে পরিচিত ছিলেন। তার জন্মদিন উপলক্ষেই মূলত দিনটি শিশুদিবস হিসেবে পালিত হয়। ১৯৬৪ সালে জওহরলাল নেহরুর মৃত্যুর পর সারা দেশজুড়ে ১৪ নভেম্বর শিশু দিবস পালন করা হয়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার পুলিশের পক্ষ থেকে ঐ থানা এলাকার বিভিন্ন স্কুলে শিশু দিবস পালন করা হয়। এদিন স্কুলের কচিকাঁচাদের কেক, বিস্কুট ও চকলেট তুলে দেন সদাইপুর থানার পুলিশ কর্মীরা। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।


শম্ভুনাথ সেনঃ

আজ ১৪ নভেম্বর। দিনটি “শিশু দিবস” রূপে চিহ্নিত। ১৮৮৯ খ্রিস্টাব্দের ১৪ নভেম্বর দিনটিতেই জন্মেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু। তাঁর জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হয়। জেলা জুড়ে দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই উদযাপিত হচ্ছে। বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে” আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শিশু দিবস পালন করে। পণ্ডিত জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্য দানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নাচ, গান, কথা, কবিতা ও বক্তৃতায় অংশ গ্রহণ করে পড়ুয়ারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই দিনটি তাৎপর্য ও আজকের শিশুদের অধিকার নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন উলকুন্ডা জুনিয়র হাইস্কুলের অতিথি শিক্ষক প্রশান্ত মুখোপাধ্যায় সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *