ভাস্কর মন্ডলঃ
বাংলার কৃষ্টি “পটুয়া” সম্প্রদায় বা “চিত্রকর” শিল্পী। এনারা সুন্দরভাবে বাংলার কৃষ্টি কে ধরে রেখেছেন তাদের নৈপুণ্য তুলি, কালি ও মনের গভীরতা থেকে মানুষকে সঠিক পথে চলার পথ দেখান সেই নৈপুণ্য তুলি দিয়ে অঙ্কন করে সুমধুর সুরেলা কন্ঠ মিশিয়ে মানুষের তথা সমাজের মনোগ্রাহী করে তুলেছেন এই নব্য সভ্যতার যুগেও সেইসব মানুষেরা। সেইরূপ একটি মানুষের সাথে পরিচয় হয়েছিলো কয়েকদিন আগে আমার ছোট্ট গ্রাম পারচন্দ্রহাটে বসে। বীরভূমের ছেলে ময়ূরেশ্বর থানার “ষাটপলসা” গ্রামের প্রতিভাবান পটুয়া শিল্পী “বরুন পটুয়া”(চিত্রকর) পরিচয়ে জানা গেলো তার বাবা ছিলেন স্বনামধন্য চিত্রকর “বাঁকু পটুয়া” তিনি তার রং মাখানো তুলির ডালি নিয়ে নিজের জেলা বা রাজ্য শুধু নয় বিদেশেও পাড়ি দিয়েছিলেন সম্মানের সাথে। বরুন দাদাভাই তার কথা প্রসঙ্গে জানালেন অভাবের তারনায় চাল-মুড়ি শুধু সংগ্রহ নয়, তাকে ভালো লাগে গ্রামে মানুষের মধ্যে আসতে। তিনি তার চিত্র তুলিতে বর্তমান “স্বচ্ছ ভারত” নিয়ে মানুষকে বুঝানোর জন্য যে চিত্র তুলে ধরেছেন সেটাকে সাধুবাদ জানাতে হয়।