
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের জেলা সদর সিউড়ী রেলওয়ে স্টেশনে আজ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা পরিদর্শনে আসেন। রেলের বিভিন্ন পরিষেবা ও কাজকর্ম তিনি খতিয়ে দেখেন। সিউড়ি পুর কর্তৃপক্ষ এদিন জেনারেল ম্যানেজারের সাথে মুখোমুখি কথা বলেন এবং রেল পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়ার বিষয় তুলে ধরেন। সিউড়ির নাগরিকদের পক্ষ থেকেও এদিন জেনারেল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করেন। স্টেশন সংলগ্ন হাটজনবাজারে সিউড়ি-বোলপুর রাস্তায় ওভার ব্রিজের দ্রুত নির্মাণ, স্টেশনের সবকটি প্লাটফর্মে লিফট ব্যবস্থা চালু, সিউড়ি-শিয়ালদা মেমু এক্সপ্রেসের জন্য সর্বাধুনিক রেক দেওয়া এমন বিভিন্ন দাবিতে আজ জেলাবাসীর পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। রেল পরিষেবার বিভিন্ন খুঁটিনাটি খতিয়ে দেখার পর, এদিন তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন।