শম্ভুনাথ সেনঃ
ছন্দের যাদুকর কবি সত্যেন্দ্রনাথ দত্তের “পালকির গান” আমরা অনেকেই পড়েছি। কিন্তু সেদিনের পালকিতে যাতায়াতের চল থাকলেও আজ আর নেই। তবে বীরভূমের সিউড়িতে সেই পুরানো ধারায় পালকিতে চেপে নববধূ নিয়ে বাড়ি ফিরলেন সিউড়ি লালদীঘি পাড়ার বাসিন্দা রিজু মন্ডল(২৮)। বিয়ে হয় গত রবিবার ১৭ অগ্রহায়ণ সিউড়ি সোনাতোরপাড়ার গুনগুন মজুমদারের (২৫) সঙ্গে। রিজু পেশায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তিনি জানান তাদের সাত বছরের ভালোবাসা। ইচ্ছা ছিল সেই বাপ-ঠাকুরদার আমলের পুরানো প্রথায় ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যাবেন আর পালকিতে চাপিয়ে বউ নিয়ে বাড়ি ফিরবেন। ইচ্ছেপুরণও হয়েছে, এবং এই পালকিতে চেপে থাকা নব দম্পতিকে দেখতে পথ চলতি বহু মানুষ ভিড় জমায়। জেলা সদর সিউড়ি শহরের মানুষ হঠাৎ এই পালকি যাত্রা দেখে রাস্তায় দাঁড়িয়ে কেউ কেউ সেলফিও তোলেন।