শম্ভুনাথ সেনঃ
সাহিত্য সাধনার অন্যতম পীঠভূমি বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের “কোটাসুর দিদিভাই আশ্রমে” আজ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সাহিত্য-সাধক সুধীজন সম্মিলন মহোৎসব। আশ্রমের কর্ণধার সাহিত্য সেবক সন্তু সেনগুপ্তের আহবানে জেলার বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন গবেষক ড. বাদল সাহা। গৌরবময় অতিথিরূপে ছিলেন বীরভূমের নাট্য ব্যক্তিত্ব মহাদেব দত্ত। স্মৃতিচারণা, কথা, কবিতা, গান, গল্প পাঠে সারাদিন চলে সাহিত্যের আড্ডা। জেলার কবি সাহিত্যিকদের নিয়ে “সাহিত্য সাধক পরিচিতি” নামে একটি সচিত্র চরিতাভিধান এদিন প্রকাশিত হয়। সম্পাদনা করেন সুশীলকৃষ্ণ সেনগুপ্ত ওরফে সন্তু সেনগুপ্ত। যা তুলে দেওয়া হয় উপস্থিত প্রত্যেক কবি-সাহিত্যিকের হাতে। উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট খ্যাতনামা সাহিত্যিক ড. আদিত্য মুখোপাধ্যায়, বিজয় কুমার দাস, সমরেশ মন্ডল, নীলোৎপল ভট্টাচার্য, বিশিষ্ট ছড়াকার অতনু বর্মন, আশিসকুমার মুখোপাধ্যায়, তাপস চট্টরাজ, কবি সুবীর দাস, অসীম শীল, গীতিকার নারায়ন কর্মকার প্রমুখ।