খয়রাশোলের কেন্দ্রগড়িয়ায় বুক ডে ও অবজারভেশন গ্র্যাজুয়েশন সেরিমনী দিবস পালন

বিপিন পালঃ

পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশ মতো,জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে রাজ্য শিক্ষা দপ্তেরের ঘোষনা মতো রাজ্যজুড়ে ২ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্য্যন্ত যে অবজারভেন অফ গ্রাজুয়েশন সেরিমনী বুক ডে এ্যান্ড স্টুডেন্টস উইক কর্মসূচি শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজ বীরভূম জেলার খয়রাশোল থানার কেন্দ্রগড়িয়া উচ্চ বিদ্যালয়ে বুক ডে, গ্রাজুয়েশন সেরিমনী ও স্টুডেন্ট অবজারভেশন ডে পালন করা হল। আজকের কর্মসূচীতে বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের নতুন বই ছাড়াও কলম, ডায়েরী, কভার ফাইল, মূখ্যমন্ত্রীর অভিনন্দন পত্র, বিদ্যালয়ের অভিনন্দন পত্র দেওয়া হল। আজকের কর্মসূচির মুল উদ্যেশ্য আগামী শিক্ষাবর্ষে ছাত্রছাত্রীরা কিভাবে পড়াশুনোয় প্রস্তুতি নেবে সে বিষয়ে অবগত করা হলো। বই, ফাইল, কলম এবং অভিনন্দন পত্র পেয়ে ছাত্রছাত্রীরা স্বভাবতই খুশি। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক মহঃ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম কোটাল স্কুল পরিচালন কমিটির সভাপতি উত্তম কুমার গায়েন শিক্ষক তথা খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল কুমার গায়েন সহ শিক্ষক শিক্ষিকা ,শিক্ষাকর্মীরা ও ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *